২৬ জুন বিএনপির বিক্ষোভ

মোহাম্মদ তাজউদ্দিন24/06/20115305 রেটিং: 2

নিম্ন আদালতে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদ ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ২৬ জুন সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। শেয়ারবাজার ধসের প্রতিবাদে এ সমাবেশ করা হয়। কোকোর বিরুদ্ধে মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল প্রথম আলোকে বলেন, এটা পূর্বনির্ধারিত রায় ও সাজানো মামলা। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ মামলা দ্রুত শেষ করতে বলেছেন। তাই এটা সহজেই বোঝা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের কাজই করছে। এটা রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছুই নয়।

Image

অর্থ পাচার মামলায় কোকোকে ছয় বছরের কারাদণ্ড ও ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা করে গতকাল নিম্ন আদালত রায় দিয়েছেন। রায় ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও মিরপুরে বিএনপি বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলটি বিক্ষোভ করে। নবাবগঞ্জ প্রতিনিধি জানান, সেখানে উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা কোকোর সাজা বাতিলের দাবি জানান। নোয়াখালী অফিস জানায়, বিএনপি দুপুরে জেলা সদরে মিছিল করে। মিছিল শেষে পৌর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। ফরিদপুর অফিস জানায়, ছাত্রদল দুপুরে শহরে মিছিল করে। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে ও পুলিশের গাড়িতে ঢিল মারে। শেয়ারবাজার ধসের প্রতিবাদে সমাবেশ: শেয়ারবাজার ধ্বংসের প্রতিবাদে গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সমাবেশ করে বিএনপি। চট্টগ্রামেও একই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এই সরকার শুধু শেয়ারবাজার নয়, সব ক্ষেত্রে লুণ্ঠনের নয়া রেকর্ড সৃষ্টি করেছে। দেশে আজ লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘মানি লন্ডারিং মামলায় কখনো জরিমানা করার বিধান না থাকলেও আরাফাত রহমানকে ৩৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিচারকেরা আওয়ামী লীগের চাপের মুখে এ রায় ঘোষণা করেছেন।’ ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম ও শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

Image

Image



আপনার মতামত মতামত পাঠান

মতামত পাঠান

Close comment

* আপনার নাম:
* ই-মেইল::
টাইপিং সিলেক্ট করুন:
* মতামত:
Enter code here:
Security Code: