সারাদেশ সংবাদ পোর্টাল

| রিপোর্টার: মোহাম্মদ তাজউদ্দিন| তারিখ: 6/24/2011 1:55:46 PM | পাঠক: 1276 |

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জন্য বরাদ্দ দেওয়া অর্থ তারা নিজেদের প্রয়োজন মতো ব্যয় করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে আইনমন্ত্রী ঘোষণা করলেও আগামী মাসে বিচার শুরু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত সংস্থা নিজে টাকা খরচের অনুমতি পেলেও এবার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। গত বছর বরাদ্দ ছিল পাঁচ কোটি, এবার দুই কোটি টাকা। তবে তদন্ত সংস্থা বাজেট বাড়ানোর অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত সংস্থার সমন্বয়ক ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্ত সংস্থার জন্য বরাদ্দ দেওয়া অর্থ তারা প্রয়োজন মতো ব্যয় করতে পারবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। এ ছাড়া তদন্ত সংস্থার সদস্যদের জন্য দেওয়া ১০০ শতাংশ বিশেষ ভাতা দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বাজেট কোনো সমস্যা নয়, আরও লাগলে দেওয়া হবে। বিস্তারিত


 1